• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

রাজারহাটে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

 
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে ও দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লীগণ এতে অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি রাজারহাট বাজার জামে মসজিদ থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনী মুসলামানের উপর ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞ, আগ্নেয়াস্ত্র হামলা, অগ্নিসংযোগ সহ নানা অপকর্মের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

পরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুর রহমান এর সভাপতিত্বে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্ত¡রে এক প্রতিবাদ সভায় উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো: ওমর ফরুক বিল্লাহ, রাজারহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম সাইফি, ছাত্র আঞ্জুমানে আল-বাইয়্যিনাত উপজেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী আহমদ তালুকদার, সোহানুর রহমান শামীম সহ অনেকে বক্তব্য দেন।

শেষে স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীদের বিজয় ও যুদ্ধে নিহতদের শহীদি মর্যাদা কামনা করে দোয়া পরিচালনা করেন রাজারহাট ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: মামুনুর রশিদ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –