• বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলআরোহী কিশোর নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোরের নাম রবিউল ইসলাম (১৫)। সে উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। শুক্রবার সন্ধ্যার দিকে বাইসাইকেলে করে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।

ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –