• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

চিলমারীতে জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে আবারও ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। পরে পাঙাশটি ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন জেলে গুল মোহাম্মদ।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় জেলে গুল মোহাম্মদের জালে বিশাল আকৃতির পাঙাশটি ধরা পরে। স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া ১৫ কেজি ওজনের পাঙাশ মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। পরে তিনি ১২০০ টাকা কেজি দরে উপজেলার পাম্পের মোড় বাজারে মাছটি বিক্রি করেন। মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে প্রায়ই এমন বড় বড় পাঙাশ মাছ ধরা পরছে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খাঁন বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। তবে নদ নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে এটা ভালো খবর।

এর আগে, গত ৪ নভেম্বর কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র নামে এক জেলের জালে দুটি ১০ ও ১৪ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়ে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –