• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৮

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামে ৮ জন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিরল করেছেন। কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সাবেক পরিচালক ও দলের মনোনয়ন প্রত্যাশী ডা. হামিদুল হক খন্দকার, চলচ্চিত্র পরিচালক ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আবু সুফিয়ান, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক উপ গণযোগাযোগ সম্পাদক নাজমুল হুদা মনোনয়নপত্র তাখিল করেছেন। 

এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ এবং জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী।

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, রৌমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মজিবুর রজমান বঙ্গবাসী, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট মাসুম ইকবাল, রৌমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু, বন্দবের ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, স্বাচিপ নেতা ডা. ফারুকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। মনোনয়ন বঞ্চিত গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দাখিল করেনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –