• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রৌমারীতে পচা মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

কুড়িগ্রামের রৌমারীতে গরুর পচা মাংস ও মাংসে পুরাতন রক্ত মেখে বিক্রি করার দায়ে এক মাংস বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (২৯)।

আজ বুধবার সকালে উপজেলা শহরের শাপলা চত্বরের ভোলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান আদালতের বিচারকার্য পরিচালনা করেন। অভিযুক্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার আমজাদ হোসেনের পুত্র বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, জবাই করা গরুর মাংস ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল মর্মে খবর পাওয়া যায়। এছাড়া মাংসে রক্ত মেখে মাংসের রং লাল করতে ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর খবর পেয়ে তাৎক্ষণিক বিক্রেতা মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, শফিকুল ইসলাম নামের ওই মাংস বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে, উপজেলার বড়াইকান্দি নামক বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতার দোকান সিলগালা করা হয়।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রৌমারী থানার উপ-সহকারী পরিদর্শক ফাইসাল হোসেন প্রমুখ। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –