• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ভূরুঙ্গামারীতে পুলিশের দেয়া কম্বল পেল চরাঞ্চলের শতাধিক ব্যক্তি  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪  

ভূরুঙ্গামারীতে জেলা পুলিশের সহায়তায় চরাঞ্চলের প্রায় শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দেবীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র পেয়ে খুশি হন আম্বিয়া, আয়শা ও তারা বানুসহ উপস্থিত সকলে। তারা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, প্রতিবার আমাদের এখানে অনেক শীতে পড়ে। ঠান্ডায় কাহিল থাকে চরের মানুষ। কিন্তু কেউ খোঁজ-খবর নেয় না। থানার পুলিশ এসে আমাদেরকে কম্বল দিলো। খুব খুশি হইছি। আল্লাহ্ উমার (পুলিশের) ভালো করুক।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সাজ্জাদ হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ও ইউপি সদস্য সামছুল হোসেন উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –