• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়ীতে যুবকের লাশ উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৪  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই যুবকের নাম মাসুদ রানা (৩৩)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর কাশিয়াবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে। সোমবার সকালে তার নিজ বাড়ীর উঠানের আমগাছের ডালে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের চাচা মিন্টু মিয়া জানান, দুই বছর আগে দুবাই একটি কোম্পানিতে চাকরি করত মাসুদ। দুই মাসের ছুটি নিয়ে সম্প্রতি সেখান থেকে বিয়ে করতে দেশে আসে সে। আনুষ্ঠানিকভাবে তার বিয়ে হয় জেলা শহরের খলিলগঞ্জ এলাকায়।বিয়ে চলাকালীন মাসুদের মা অসুস্থ হয়ে পড়েন। এরপর তার মা মনোয়ারা বেগমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে  ভর্তি করানো হয়। এরপর সে তার নতুন বিবাহিত স্ত্রীসহ  মাকে দেখতে কুড়িগ্রামে যায়। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়ীতে এবং স্ত্রীকে শ্বশুর বাড়ীতে রেখে বাড়ীতে ফিরে আসে মাসুদ।

এরপর রাতে মাসুদ একা থাকার সুবাদে আত্মহত্যা করে। সোমবার সকালে বাড়ীর কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বাড়ির ভেতরে উঠানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তার মা ও স্ত্রীসহ স্বজনরা বাড়ীতে এসে তার মরদেহ দেখতে পান। এদিকে, স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে সকাল এগারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব জানান,আমরা খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তা মর্গে প্রেরণ করি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –