• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নাগেশ্বরীতে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ       

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে এবং আরডিআরএস বাংলাদেশ এর সহযোহিতায় “রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)” প্রকল্পের আওতায় নাগেশ্বরী এরিয়া অফিসে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে ১৬দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়।

সোমবার প্রশিক্ষণের সমাপনী দিনে আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ, রংপুর অঞ্চলের অভ্যন্তরীন নিরীক্ষণ সমন্বয়কারী উত্তম কুমার ঘোষ, বিশেষ অতিথি পরীবিক্ষণ ইউনিট এর সমন্বয়কারী দেবাশীষ মাহাতা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, নাগেশ্বরী শাখার সিনিয়র মনিটরিং অফিসার ময়েন উদ্দিন পাটোয়ারি, এলাকা ব্যবস্থাপক (উদয়ন) লিটন মিয়া, সিনিয়র হিসাব কর্মকর্তা সুবর্না আক্তার প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –