• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০মার্চ) দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ ।নিহতের পরনে কালো প্যান্ট ও হলুদ রঙ্গের হাফ হাতা গেন্জি ছিলো।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে লাশটি দেখতে পাওয়া যায়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে।  বিকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে মরদেহটি ৬-৭ দিন আগের।

উলিপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আযাহারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি ।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে মৃত্যুর রহস্য এবং নিহতের পরিচয় উদঘাটনের।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –