• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ভূরুঙ্গামারীতে ২৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪  

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ২৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোহাম্মদ নাদিম নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খামার পত্র নবিশ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ নাদিম উপজেলা পশ্চিম ভোটহাট গ্রামের মহির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে ভুরুঙ্গামারি থানা পুলিশের একটি চৌকস টিম এসআই এনামুল হক এর নেতৃত্বে শুক্রবার দুপুরে খামার পত্র নবিশ গ্রামে অভিযান চালিয়ে একটি অটোরিকশার ভিতর ৩টি ধানের বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯টি ছোট ছোট বস্তার মধ্যে মোট ২৯৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাদিমকে আটক করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –