• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

চিলমারীতে ২৬কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

কুড়িগ্রামের চিলমারীতে দুই মাদক কারবারিকে ২৬কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।

সোমবার সকালে উপজেলার বাস স্ট্যান্ড এলাকা হতে গাঁজাসহ ওই দুই ব্যাক্তিকে হাতে নাতে আটক করেন তারা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক।

জানা গেছে,রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সাকিব সরকারের নেতৃত্বে অভিযানিক একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৬কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃতরা হলেন,লালমনিরহাট জেলার বাসিন্দা আনোয়ার হোসেন(৪৫) ও তার সঙ্গী পাবনা জেলার মোছাঃ নাছিমা বেগম(৪০)।

চিলমারী মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, আটক কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –