• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

কুড়িগ্রামের বাগভান্ডার বিওপির নিকটস্থ সীমানা পিলার ৯৬২-এর দেড়শ গজ অভ্যন্তরে সাহেবগঞ্জ নামক স্থানে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রংপুর সেক্টরের অধীনস্থ লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়ন ও কুচবিহার সেক্টরের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবি’র পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডারের উপ মহাপরিচালক মামুনূর রশীদ, পিএসসি। এ ছাড়াও সদস্যদের মধ্যে ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লালমনিরহাট-১৫ বিজিবির উপ-অধিনায়ক এবং অন্যান্য স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

অপরদিকে, ভারতের পক্ষে বিএসএফ কুচবিহার সেক্টরের ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি শ্রী জি এস ধানিওয়াল।

বৈঠকে বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার, গরু চোরাচালান, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একমত পোষণ করে দুই দেশের প্রতিনিধি দল।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –