• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কুড়িগ্রামে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচণাকারীর শাস্তির দাবি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

কুড়িগ্রামের রাজিবপুরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় স্বামী-স্ত্রীর একসাথে বিষপানে স্বামী বেঁচে গেলেও গৃহবধূ আশা খাতুনের মৃত্যু ও তাকে আত্মহত্যায় প্ররোচণাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন মহিলা পরিষদের নেতৃবৃন্দরা। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। 

বক্তারা সালিসকারী ও অন্যান্য জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদেরও বিচার দাবি করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –