• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক স্থানে পানিতে ডুবে ফারিয়া নামে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে বাড়ির পাশের ঘেরে ফারিয়া ও ভোরে দুধকুমার নদীতে মাছ ধরতে গিয়ে ঝন্টু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। এ সময় বাড়ির পাশের ঘেরে পানিতে ডুবে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুজির পর না পেয়ে ফারিয়ার মা তাকে পানিতে পড়ে দেখেন। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত ফারিয়া উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুলের মেয়ে।

অন্যদিকে, ভোরে ঝন্টু সোনাহাট ব্রিজের উত্তর পাশে জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে যায়। সকাল ৮টার দিকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি ঐ স্থানে মাছ ধরতে জাল ফেলেন। এ সময় পানিতে নামলে ঝন্টুর ডুবন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৃত ঝন্টু মিয়া পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হকের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –