• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কুড়িগ্রামে শিক্ষকদের প্রশিক্ষণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম বিস্তরণে সরকারের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় দুটি বিষয়ে কুড়িগ্রামের ৯ উপজেলায় বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। কুড়িগ্রামের জেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের ভ্যানূতে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো: শামছুল আলম।

জীবন জীবিকা অকুপেশনাল স্কিল কোর্স ও ডিজিটাল প্রযুক্তির প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং এর এ দুটি বিষয়ে জেলার ৯ উপজেলার উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার ৬শত ৮৩ জন শিক্ষক এ  প্রশিক্ষণে অংশ নিয়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতায় সকল উপজেলা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় প্রথমদিন সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯ উপজেলায় একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম চলে। এটি আগামী ১৪ জুন এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে।

এ প্রশিক্ষণে জীবন জীবিকা বিষয়ে ১ হাজার ২২৮ জন এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৫শ ৫৫জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দুটি বিষয়ে মোট ৮৩জন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ প্রদান করছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –