• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে: আমু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে: আমু                     
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশও গড়তে সক্ষম হবো।

তিনি বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকে বিষয়টি নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছেন। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, সরকারের কোনো সাফল্যই বিএনপির কাছে ভালো লাগে না। এমনকি নতুন বছরের বই দেওয়া নিয়েও তারা সমালোচনা করে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসবে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বক্তব্য রাখেন প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –