ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামী সপ্তাহে আবারও ঝড়-বৃষ্টি লস অ্যাঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৯৩ কোটি টাকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইকের ধাক্কা, সড়কেই নিথর যুবক

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপিতে মতবিরোধ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

 
সরকার পতনের দাবিতে আন্দোলনের নামে দীর্ঘদিন ধরে সারাদেশে বিশৃঙ্খলা ও নাশকতা চালাচ্ছে বিএনপি। এবার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নাশকতার নতুন ছক কষছেন দলটির সিনিয়র নেতারা। তবে এ নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। 

সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই বিএনপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন চলে আসায় সেই দ্বন্দ্ব আরো বেড়েছে। তৃণমূল নেতাকর্মীরা চান নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ কাজে লাগাতে। অন্যদিকে কেন্দ্রীয় নেতারা চান নির্বাচন পণ্ড করে জনগণের মনে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে। এ নিয়েই মতবিরোধ চলছে কয়েকদিন ধরে।

বিএনপির তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন, কতিপয় সিনিয়র নেতার কারণে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা দিনের পর দিন ঠকে যাচ্ছেন। সরকার পতনের আন্দোলন-কর্মসূচির নামে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডসহ ব্যক্তিগত ফায়দা হাসিল করানো হচ্ছে। এ কারণে তৃণমূল নেতাকর্মীরা জনগণের কাছাকাছি যেতে পারছেন না। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপির জনসমর্থন ফিরে পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতারা বিশৃঙ্খলা-নাশকতা ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। এ নিয়েই দলের ভেতরে চলছে বিরোধ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, নেতাকর্মীদের নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না বিএনপির হাইকমান্ড। এ কারণে দল ছেড়ে দিচ্ছেন অনেকেই। এভাবে চলতে থাকলে আগামীতে নির্বাচন তো দূরের কথা, ছোটখাটো কর্মসূচিতেও নেতাকর্মী খুঁজে পাবে না বিএনপি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –