• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হোয়াটসঅ্যাপে কলের ‘গোপন’ ফিচার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল ব্যবহারকারীদের জীবন আরো সহজ করে দিয়েছে। এখন স্রেফ ইন্টারনেটের সাহায্যে আপনি ফোন কলের মতোই অডিও কল করতে পারবেন। আবার করতে পারবেন ভিডিও কলও।

একটা বিষয় খেয়াল করে দেখেছেন, যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে কল করেছেন, তিনি অন্য কলে ব্যস্ত থাকা সত্ত্বেও কীভাবে আপনার কল রিসিভ করেন? এমনটা সম্ভব, তার কারণ সাধারণ ফোন কলে মতোই হোয়াটসঅ্যাপেও রয়েছে কল ওয়েটিং সুবিধা। ফলে, আপনি হোয়াটসঅ্যাপে অন্য কলে ব্যস্ত থাকার পরও ইনকামিং কলের নোটিফিকেশনও দেখতে পান।

হোয়াটসঅ্যাপে যাকে কল করেছেন, তিনি অন্য কলে আছে কি না তা বোঝা যাবে এক নোটিফিকেশনে। সেখানে লেখা থাকবে, “On Another Call”, ঠিক যেমনটা আপনি নরমাল কল করার সময় ফোনের ওপার থেকে শুনতে পান।

আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে কল করেন বা রিসিভ করেন, তাহলে আপনাদের দুজনকেই অনলাইন দেখানো হবে। কারণ, আপনি বা অপর প্রান্তের ব্যক্তিটি তখনই অ্যাপটি খুলেছেন। তবে আপনি যদি চান, আপনার হোয়াটসঅ্যাপের অনলাইন উপস্থিতি কাউকে বোঝাবেন না, তাহলে অ্যাপ বন্ধ করেও কল চালিয়ে যেতে পারেন।

চ্যাটের মতোই হোয়াটসঅ্যাপ কলও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। তাই আপনি এবং আপনার অপর প্রান্তের ব্যক্তিটি ছাড়া তৃতীয় আর কেউই ওই হোয়াটসঅ্যাপ কল শুনতে পান না।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –