• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচনে হারলে দেশ ছাড়তে হবে: ডোনাল্ড ট্রাম্প

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর নির্বাচনে হারলে তাকে হয়তো দেশ ছাড়তে হতে পারে। শুক্রবার জর্জিয়ার ম্যাকনে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন ট্রাম্প।
সমাবেশে ট্রাম্প বলেন, আমি হেরে গেলে কী হবে ভাবতে পারেন? হেরে গেলে আমার ভাল লাগবে না। আমাকে হয়ত দেশ ছেড়েই চলে যেতে হবে।

এছাড়া বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট প্রার্থী উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘চিন্তা করতে পারেন, আমি যদি হারি, আমার বাকি জীবন আমি কী করব? আমাকে বলতে হবে, রাজনীতির ইতিহাসে সবচেয়ে বাজে প্রার্থীর সঙ্গে হেরেছি আমি।’

তবে মার্কিন এই প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলেন, আমি মনে করি না যে, আমি হারতে যাচ্ছি।

আগামী ৩ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। তবে ইতোমধ্যে এরই মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ ভোটার ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –