• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা                
দিনাজপুরে বিভিন্ন অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুমি।

ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক জানান, পরীক্ষা-নিরীক্ষার মূল্য তালিকা দেখাতে না পারায় দিনাজপুর-ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসি খাবার রাখায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারের মিলিনিয়াম রেস্টুরেন্টকে ১৫ হাজার ও রোলেক্স রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ দুই রেস্টুরেন্টে বাসি খাবার, পচা দই ও ক্ষতিকারক রঙ মেশানো খাবার বিক্রি করা হতো।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –