• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

হাত ধুতে গিয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে মাদরাসার তিনতলা ভবন থেকে পড়ে মো. শাওন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের শাসালপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাওন মোস্তফাপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল। পড়াশোনা শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিনতলায় খাবারের রুমে যাওয়ার আগে হাত ধোয়ার সময় পা পিছলে তিনতলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি আলোচনা করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –