• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নাজমিন আক্তার নিপুন (২৩) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাজমিন আক্তার নিপুন ওই গ্রামের সোহেল রানার স্ত্রী। তার চার বছর ও নয় মাস বয়সী দুটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্বামী সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে ভুট্টা ক্ষেতে চলে যান। এদিকে সকালে গৃহবধূকে বাড়িতে ডাকাডাকি করে না পেয়ে খোঁজাখুঁজি করেন। স্থানীয়রাসহ বসতবাড়ির ঘরের জানালা দিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। গৃহবধূর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় নিহত নাজমিন আক্তার নিপুনের বাবার পরিবার থেকে থানায় অভিযোগ হতে পারে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সিদ্দিকনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহেল রানার সঙ্গে আজিজনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে নাজমিন আক্তার নিপুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দুই পুত্র সন্তান জন্ম নেয়। কিছুদিন আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হয়েছিলেন তিনি।

নিহতের স্বামী সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি আত্মহত্যার কোনো কারণ বলতে পারেননি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. আরমান আলী বলেন, উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর বাবার পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে।   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –