• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

‘নদী ভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে রয়েছে সরকার’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

নদী ভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে যাতে কোনো মানুষ কষ্টে না ভোগে সেজন্য তাদের সহযোগিতায় প্রস্তুত রয়েছে সরকার বলে মন্তব্য করেছেন 
রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নে সম্প্রতি বন্যায় করতোয়া ও পাথরাজ নদী ভাঙন এলাকা, ক্ষতিগ্রস্ত রাস্তা ব্রিজ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। তিনি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ।  

রেলমন্ত্রী বলেন, আকস্মিক বন্যায় এ এলাকার মানুষ যাতে দুর্ভোগে না থাকে সেজন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, প্রতিষ্ঠান, বসতবাড়ি নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –