• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

১৫ দিনে গ্রাম আদালতে সালিশ নিষ্পত্তির নির্দেশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

গ্রাম আদালতে সালিশ নিষ্পত্তির সময় এক মাস থেকে কমিয়ে ১৫ দিন নির্ধারণ করে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বৈঠকে যোগ দেন।
 
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আইনটিকে একটু রিভিশন করা হয়েছে। যেমন নাবালকের পরিবর্তে শিশু কথাটি লেখা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৩ সালে যখন আইনটি করা হয় তখন নিষ্পত্তির সীমা ছিল ৩০ দিন। এখন এটি কমিয়ে ১৫ দিন করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০১৩ সালে করা আইনে ক্ষতিপূরণ বাবদ গ্রাম আদালত ৭৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতে পারবেন। এখন এটি তিন লাখ টাকা করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –