• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ রাষ্ট্রদূতের

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। কাতারের এরাবিয়ান এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে তিনি প্রবাসীদের এ উৎসাহ দেন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রত্যেককে নিজস্ব পরিসরে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেন। পাশাপাশি বিষয়টি প্রচারের আহ্বান জানান। 

তিনি বলেন, বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভান্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে যারা নিরুৎসাহিত করেন, যারা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না।

আগামী বছরে কাতার থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠানোর আশাবাদ ব্যক্ত করে তিনি হুন্ডিকে ‘না’ বলার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত এরাবিয়ান এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা রেমিট্যান্স পাঠানোয় অংশ নেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –