• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

শেখ হাসিনার কারণে ক্রীড়াঙ্গনের উন্নতি হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, খেলার গৌরবময় ঐতিহ্য মুছে ফেলার ষড়যন্ত্র ২৪ বছর করেছে পাকিস্তান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়েও এ ষড়যন্ত্র অব্যাহত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নতি হয়েছে। জাতি হিসেবে এ নিয়ে আমরা গর্ব করতে পারি।

শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাঠিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে মরহুম আব্দুস সালাম শেখ (মাতুব্বর) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা এবং হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, খেলাধুলা এবং সংস্কৃতির সঙ্গে জড়িতরা কখনো বিপথগামী হতে পারে না। তাই আমাদের সবার উচিৎ সন্তানদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা।

অনুষ্ঠান শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, ভারপ্রাপ্ত ইউএনও মো. আল মামুন, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়াম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –