• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পেঁয়াজের আমদানি বেড়েছে, কমেছে দাম

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার একদিনেই ২৩টি ট্রাকে ৬৪৩ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এরফলে হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমেছে।  

রোববার হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,  পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহে আমদানির পরিমাণ ছিল ৮ থেকে ১০ ট্রাকের মতো। চলতি সপ্তাহের প্রথম দিনই ২৩টি ট্রাকে পেয়াঁজ আমদানি করা হয়েছে। এরফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বলেন, ‘দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়ায় মোকামে আমদানি করা পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছিল। আমদানির তুলনায় চাহিদা বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আগের সপ্তাহে যে পেঁয়াজ ২১ টাকায় নেমে এসেছিল তা বাড়তে বাড়তে গত সপ্তাহে তা ৩২ টাকায় উঠে গিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের দাম আবারও কমতে শুরু করেছে। দু দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা করে কমে ২৫-২৬ টাকায় নেমেছে।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –