• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২  

হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন                
‘তরুণদের বাস্তসংস্থান বান্ধব অনুশীলনে আহবান জানিয়ে জলবায়ু বিপর্যয় হ্রাস করা’ প্রতিপাদ্যকে সামনে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনদিনব্যাপী আর্ন্তজাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২২ শুরু হচ্ছে।

আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই আর্ন্তজাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের হাবিপ্রবি শাখার সভাপতি ইরফান ফরিদ পলক। 

হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা আয়োজিত জাতিসংঘ কনফারেন্সের এই আয়োজনে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরমনি, গ্লোবাল ভিলেজ, গ্রান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্টসহ আরো বিবিধ চমক।

এছাড়াও এ সম্মেলনে জাতিসংঘের সাধারন পরিষদ, নিরাপত্তা পিরষদ এবং এর বিশেষায়ত কমিটির কার্য্যক্রম অনুষ্টিত হবে। এবং নির্ধারিত বিষয়ের উপর ঐক্যমতের ভিক্তিতে সিদ্ধান্ত গ্রহন করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়া জাতিসংঘ সংস্থা হাবিপ্রবি শাখার ট্রাষ্টি র্বোড মেম্বার মো: মারুফ হাসান, ছায়া জাতিসংঘ সংস্থা হাবিপ্রবি শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত,সহকারী সা: সম্পাদক তাসনিমুল বাসার খান রাতুল, মিডিয়া এন্ড পাবলিকেশন প্রধান আব্দুল্লাহ আল মুবাশ্বির।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –