• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল নাকচ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২২  

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে অং সান সু চির করা আপিল নাকচ করেছেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টে সু চির করা আপিল সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, আপিলটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিলটি করার সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন আদালত। উভয় পক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।

উল্লেখ্য, একটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। দেশটির রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন। ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেয়া হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সু চির বেসামরিক সরকার। সেনা অভ্যুত্থানের পর সু চিকে গৃহবন্দী করা হয়।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে জান্তার হাতে হাজারো মানুষ নিহত হয়েছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –