• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২২  

তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে উঠেছে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে ছয় মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।  

এদিকে আবহাওয়া অফিস জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ছয় দশমিক আট কিলোমিটার। এর কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে। যেখানে মানুষের বসাবাস খুবই কম।

তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত ও ভূমিকম্প প্রবণ।

২০১৬ সালের একটি ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষ মারা যায়। এছাড়া ১৯৯৯ সালের সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –