• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তরোভার ইউনিট বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ বেরোবি 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১  

আন্তরোভার ইউনিট বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোভার স্কাউট গ্রুপ এবং চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ।

গত সোমবার (২০ ডিসেম্বর) সন্ধায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত অনলাইন জুম কনফারেন্সে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় জুম কনফারেন্সে সংযুক্ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যপক ড. হাসিবুর রশীদ।

বিতর্কের বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জনবান্ধব তথ্য ও প্রযুক্তিই মূল হাতিয়ার’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উক্ত বিষয়ের বিপক্ষে অবস্থান করেছিল। দুই দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। সর্বশেষে ২ পয়েন্ট কম পেয়ে রানার্স আপ হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

বেরোবি রোভার স্কাউট থেকে বিতর্কে অংশগ্রহণ করেছিল ছাব্বির আহমেদ, রাতুল বাশাক, সাইদুর জামান বাপ্পি।

বেরোবি রোভার স্কাউট রানার্স আপ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –