• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চিলমারীতে ৩২ বছর পর ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২১  

১৯৮৯ সালে প্রতারণার মামলায় খোরশেদ আলমকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। তারপর থেকেই আসামি পলাতক ছিলেন। ৩২ বছর পর শনিবার চিলমারী থানার পুলিশ মধুপুরে গিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

চিলমারী মডেল থানার সূত্রানুসারে,  প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ আলী মন্ডলকে ৩২ বছর পর গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। তিনি নিজ এলাকা থেকে পালিয়ে গিয়ে গাজীপুরে রিকশা গ্যারেজ দিয়ে সেখানে বসবাস করছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তানসহ গা ঢাকা দিয়ে  থাকেন। কিছুদিন আগে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউপি এলাকায় জলছত্র বাজারে একটি চায়ের দোকান দিয়ে সেখানে বসবাস শুরু করেন।

চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর মধুপুর থানা থেকে চিলমারী থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –