• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২১  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড আজিজুল হক নামের এক অসহায় রিকশাচালকের ঘরবাড়ি। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার আরও সাতটি পরিবার। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খয়বর আলী।

স্থানীয়রা জানান, সোমবার (২৮ জুন) মাগরিবের নামাজের কিছুক্ষণ পর হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। লোকজন কিছু বুঝে ওঠার আগেই বাতাসে চারটি টিনের বসতঘর ও দুটি টিনের মুরগির খামার ঘর, গাছপালা, ঘরের আসবাবপত্রসহ বিছানাপত্র উড়িয়ে নিয়ে যায়।

এ সময় এলাকার নুরুজ্জামান মিয়ার সেচ পাম্পের পাকা ঘরটিও সম্পূর্ণ বিধ্বস্ত হয়। প্রাণের ভয়ে ছুটাছুটি করতে গিয়ে টিন এবং বাঁশ কাঠের আঘাতে আজিজুল হকের স্ত্রী জাহেদা বেগম (৩০) মেয়ে অনামিকা (৮) ছেলে জাহিদ (৩) আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রিকশাচালক আজিজুল হক বলেন, ‘আমি একজন রিকশাচালক। বসতবাড়ি ছাড়া আমার আর কোনো সহায় সম্পদ নেই। ঝড়ে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে আমি নিঃস্ব হলাম।’

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খয়বর আলী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে আটটি পরিবারের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতদরিদ্র রিকশাচালকের আজিজুল সর্বস্ব হারালেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও আর্থিক সহায়তা দেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, ‘ঝড়ে ক্ষতি হওয়ার বিষয়টি জানতে পেরেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –