• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

টানা বৃষ্টিতে খুশি ফুলবাড়ীর আমনচাষিরা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

টানা বৃষ্টিতে খুশি ফুলবাড়ীর আমনচাষিরা। তারা জানায়, বর্ষা মৌসুমেও টানা তিন সপ্তাহ বৃষ্টি না হওয়ায় আমনচাষিরা শ্যালো মেশিন ও সেচযন্ত্রের পানি দিয়ে আমন চাষ করছিলেন। এতে অতিরিক্ত অর্থ খরচ হয়।

কুরুষাফেরুষা গ্রামের কৃষক শুশীল কুমার রায় জানান, ভারী বৃষ্টিপাত হওয়ায় এখন আর বাড়তি খরচ হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চলতি বছর উপজেলায় ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বৃষ্টি না থাকায় মাত্র ১২০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যেহেতু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, আশা করছি, অল্প কিছু দিনের মধ্যেই আমন চাষ শেষ হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –