• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় অপহ্নত শিক্ষার্থী উদ্ধার 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে অপহ্নত এক মাদ্রাসা শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর পর নীলফামারী জেলা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে নীলফামারী সদর থানা পুলিশের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণকারী রায়হান মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বজরা ইউনিয়নের কালপানী টিটিমার পাড় এলাকার এমদাদুল হকের পূত্র রায়হান মিয়া একই এলাকার ১০ম শ্রেণিতে অধ্যয়ণরত এক মাদ্রাসা শিক্ষার্থী (১৫)কে ২০২০ সালের ১৬ অক্টোবর অপহরণ করে। এ ঘটনায় মেয়েকে অনেক খুঁজে না পেয়ে শিক্ষার্থীর পিতা ওই বছরের ১২ নভেম্বর রায়হান মিয়াসহ ৩জনের বিরুদ্ধে উলিপুর থানায় একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় রায়হানের পিতা এমদাদুল হক ও ভাই আব্দুল বাতেনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। দীর্ঘ এক বছর অনুসন্ধানের পর রায়হান মিয়া ও অপহ্নত শিক্ষার্থীকে নীলফামারী সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বাতেন জানান, অপহরণকারী বারবার স্থান পরিবর্তন করায় তাকে সনাক্ত করা কঠিন হয়ে পরছিল। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর নীলফামারী সদর থানার সহযোগিতায় যৌথভাবে অভিযান চালিতে অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়। ভিকটিমকে উলিপুর থানা হেফাজতে নেয়া হয়েছে এবং আসামী রায়হান মিয়াকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুহুল আমীন জানান, দীর্ঘদিন থেকে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করার পর ভিকটিমকে উদ্ধার ও মূল আসামীকে আটক করা হয়েছে। ভিকটিমের জবান বন্দি গ্রহনের জন্য তাকেও আদালতে প্রেরণ করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –