• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ভুরুঙ্গামারীতে ২৫ বছর পর গ্রেফতার হলেন ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

কুড়িগ্রামে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পলাতক থাকার অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রোববার ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের কাজী আনোয়ারুল হকের ছেলে কাজী আজানুল হক।

পুলিশ সূত্র জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্মসাৎ এর অভিযোগে মামলা করা হয়। 

ওই মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে তিনি ২৫ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হন।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি কাজী আজানুল হক আদালতে পাঠানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –