• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে ড্রামের ভেলায় নীলকমল নদ পারাপার!

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের ধনিরাম এলাকায় নীলকমল নদের ওপর নির্মিত কাঠের সেতুটি ২০২০ সালের বন্যায় ভেঙে যায়। পুনরায় কাঠের সেতুটি তৈরি না হওয়ায় ড্রামের ভেলা দিয়ে ঝুঁকি নিয়ে নদ পারাপার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ।

সরেজমিনে গিয়ে জানা যায়, চার বছর আগে বড়ভিটা ইউনিয়ন পরিষদের অর্থায়নে নীলকমল নদের ওপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। এরপর থেকে বড়ভিটা ইউনিয়নের ধনিরাম, বুড়ির চর, চরমেখলি, চরধনিরাম, ঘোগারকুটিসহ পাঁচ গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ১৫ হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন। কিন্তু ২০১৯ সালে আম্ফানের আঘাতে কাঠের সেতুটি ভেঙে যায়। 

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়া জানান, সেতু নির্মাণের বিষয়টি এলজিএসপি প্রকল্পের অন্তর্ভুক্ত আছে। সামনের শুকনো মৌসুমে একটি কাঠের সেতু নির্মাণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের জানা আছে। শিগিগরই সেতু নির্মাণের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –