• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে কোভিড সহায়তায় প্রকল্পে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১  

কুড়িগ্রামে ‘জরুরি চিকিৎসা ও কোভিড-১৯ আক্রান্ত মানুষের সহায়তা’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দীন, বেসরকারি এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের সহকারি সমন্বয়কারী কিশোর কুমার সরকার, প্রকল্প সমন্বয়কারী রোকোনুদ্দৌলা প্রমুখ।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কার্ক ইন অ্যাকসি’র আর্থিক সহযোগিতায় বেসরকারি এনজিও গণ উন্নয়ন কেন্দ্র অবহিতকরণ সভার আয়োজন করে।

এই প্রকল্পের মাধ্যমে চিলমারী উপজেলার চিলমারী সদর ও রমনা, চর রাজীবপুর উপজেলার রাজীবপুর ও মোহনগঞ্জ, রৌমারী উপজেলার বন্দবেড়, দাঁতভাঙা ও যাদুরচরসহ মোট ৭ ইউনিয়নের ১০ হাজার মানুষকে এ প্রকল্পের আওতায় টিকা রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ ও কোভিড-১৯ আক্রান্ত অতিদরিদ্র অসহায় মানুষকে চিকিৎসা গ্রহণে সহায়তা প্রদান করবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –