• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রতীক বরাদ্দের দিনে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, ভোট স্থগিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

প্রতীক বরাদ্দের দিনই মারা গেলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী। ওই প্রার্থীর নাম এন্তাজ আলী সরকার। তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আকস্মিক এ মৃত্যুতে আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।

শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এ প্রার্থী। তিনি ইউনিয়নের গোবর্ধনের কুটি সরকারপাড়া এলাকার মৃত বজলার রহমানের সন্তান ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটায় নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠে প্রথম জানাজায় সহস্রাধিক মানুষ অংশ নেন। দ্বিতীয় নামাজে জানাযা ফকিরের হাট এলাকায় গ্রামের বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে রাত নয়টায় সম্পন্নের পর পারিবারিক কবরস্থানে দাফন হয়।

উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, কোনো প্রার্থীর মনোনয়ন বৈধতা পাওয়ার পরে যদি তিনি মারা যান, তবে ওই পদের ভোটগ্রহণ স্থগিত হয়। নেওয়াশী ইউনিয়নের ক্ষেত্রেও এটাই। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন-২০১০ এর বিধি ২০ এর ১ মোতাবেক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদে ভোট স্থগিত হবে। পরে পুনঃতফসিল দিয়ে ভোটগ্রহণ হবে।

তৃতীয় দফায় আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩টি ইউনিয়নের সঙ্গে নেওয়াশী ইউনিয়নেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। তবে প্রার্থীর মৃত্যুতে এ ইউনিয়নে চেয়ারম্যান পদের ভোট বন্ধ থাকবে। এখানে চেয়ারম্যান পদে এন্তাজ আলীসহ পাঁচজন প্রার্থী ছিলেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –