• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। গত রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন এক মাঠ থেকে জালে আটকে পড়া ওই শকুনটি উদ্ধার করেন আহম্মদ আলী নামে এক শ্রমিক।

এরপর নাওডাঙ্গা ফুলের পার সংলগ্ন কুটি চন্দ্রখানা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।

খবর পেয়ে এলাকাবাসী শকুনটিকে এক নজর দেখতে সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমান। পরে বিকেলে শকুনটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, খবর  শুনে শকুনটি উদ্ধার করা হয়েছে। এবং শকুনটিকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, আজ ফুলবাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। এবং আমাদের অফিসে হেফাজতে আছে। আগামীকাল শকুনটি দিনাজপুরের সিংরায় অবমুক্ত করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –