• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিনের পরিকল্পনা করছে সরকার’ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিনের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অতি দ্রুত এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।

শনিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিনিয়ত নানা উদ্যোগ নিচ্ছেন। নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া তার সময়োপযোগী উদ্যোগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ্, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –