• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বিরল শিশু ছুম্মার জিব দুটি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

স্বাভাবিকভাবে বেড়ে উঠছে শিশু ছুম্মা (৬)। তার হাঁটাচলা ও কথাবার্তায় কোনো সমস্যা নেই। পরিবারের আদর-স্নেহ, মায়া-মমতায় বেড়ে উঠছে সে। তিন-চার মাস আগে ভাত খাওয়ার সময় ছুম্মার মুখে আটকানো মাছের কাঁটা বের করতে গিয়ে তার মা দেখেন, মেয়ের মুখে দুটি জিব। এটি দেখে তার মা-বাবা পড়েছেন মহাদুশ্চিন্তায়।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় বাড়ি সাইফুল ইসলামের। তিনি কৃষিকাজ করেন। তার মেয়ে ছুম্মা স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

সাইফুল ইসলাম বলেন, তিন-চার মাস আগে আমার মেয়ে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা দাঁতে আটকে যায়। ওর মা কাঁটা বের করতে গিয়ে দেখে মেয়ের জিবের নিচে আরও একটা জিবের মতো দেখা যাচ্ছে। এরপর তো আমরা খুবই চিন্তায় পড়ে গেলাম। পরে ডাক্তারকে দেখাই। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। আমরা ভয়ে অপারেশন করি নাই।

তিনি বলেন, এখন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে হোমিও ওষুধ খাওয়াচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। মেয়ের এই অবস্থা দেখে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।

বিরল এ রোগের বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ বলেন, জিবের নিচে আরও একটা জিব, এটা তো হতে পারে না। না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না কী সমস্যা। শিশুটিকে দেখলে এ বিষয়ে সম্পূর্ণ বলা যাবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –