• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পক্ষাঘাতগ্রস্ত ছিলেন তিনি, পড়ে গিয়ে আর উঠতে পারেননি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। ওই বৃদ্ধের নাম আব্দুল খালেক খেলাটু (৬৫)। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামের ঠেকা মাসুদের ছেলে। থানায় লিখিত অঙ্গীকার দিয়ে মরদেহ বাড়ি নিয়ে গেছেন তাঁর ছেলে সাইফুল ইসলাম সামিউল।

এ তথ্য নিশ্চিত করেন নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল।

উল্লেখ্য, রবিবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ারডারা নির্মাণাধীন ব্রিজের খালে সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাচলার সময় পথচারীরা হঠাৎ একটি দেহ দেখতে পেয়ে ট্রিপল নাইনসহ নাগেশ্বরী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

মৃত আব্দুল খালেক খেলাটুর ছেলে সামিউল বলেন, 'আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। তিনি পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় কোথাও পড়ে গেলে আর উঠতে পারতেন না। আমরা প্রায়ই খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসতাম। শনিবার সন্ধ্যার পরে একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রবিবার সকালে জানতে পারি নাগেশ্বরী থানার পুলিশ তাঁর মরদেহ সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ারডারা থেকে উদ্ধার করেছে। আমাদের ধারণা, তিনি রাতে চলতে গিয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। সেখানেই তাঁর মৃত্যু হয়। আমরা থানায় গিয়ে পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ বাড়িতে নিয়ে এসেছি। '

নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল বলেন, খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে মৃতের পরিবার পরিচয় নিশ্চিত করে বৃদ্ধের মরদেহ বাড়ি নিয়ে গেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –