• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চিলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় টিকা গ্রহণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

সরকারি সিন্ধান্ত মোতাবেক দেশে ১ কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ কর্মসূচীর আওতায় সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। এছাড়াও ১২ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদেরও প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,উপজেলার ৬টি ইউনিয়নে ১৮টি কেন্দ্র,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয় ও জেলাপরিষদ ডাক বাংলো মিলে মোট ২১ কেন্দ্রে টিকা প্রদান করা হয়। এসব কেন্দ্রে মোট ৫৭জন স্বাস্থ্য কর্মী ও প্রায় ৭০জন স্বেচ্ছাসেবক টিকা দান কর্মসূচী পালন করেন।

১৮টি কেন্দ্রে নিয়মিত দিকাদানের পাশাপাশি থানাহাট পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও জেলা পরিষদ ডাক বাংলোতে শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। এসব টিকাদান কেন্দ্রে টিকা গ্রহীতাদের গাদাগাদি পরিবেশ থাকলেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বলেন, উপজেলা হাসপাতালসহ ২১টি কেন্দ্রের মাধ্যমে দিকা প্রদান কর্মসূচী পরিচালিত হয়েছে।তিনি আরো জানান,ইতো পূর্বে ৮৩হাজার বিভিন্ন বয়সের মানুষ ও ১০হাজার ৯৯০শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –