• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

চিলমারীতে চতুর্থবারের মতো বইমেলা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে চতুর্থবারের মতো শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী পণ্ডিত বইমেলা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার থানাহাট সরকারি এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন কবি, অনুবাদক, বহুশাস্ত্রজ্ঞ পণ্ডিত ও শিক্ষক সলিমুল্লাহ খান।

আয়োজকরা জানান, উদ্বোধনী দিনে উদযাপন পর্ষদের আহ্বায়ক নাহিদ হাসান নলেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার, বীরবিক্রম। বইমেলায় তিনদিনের অনুষ্ঠান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এতে ১৬ টি স্টলে বিভিন্ন ধরণের বই স্থান পাচ্ছে। বইমেলায় আলোচনা অনুষ্ঠান, মোড়ক উন্মোচন, শিশু কিশোরদের অংশগ্রহণে শ্রেণিভিত্তক কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতাসহ পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও বইমেলার দ্বিতীয় দিন থাকছে লেখকদের (সলিমুল্লাহ খান ও এহসান মাহমুদ) মুখোমুখি হওয়ার সুযোগ।

উদযাপন পর্ষদের সদস্য সচিব জামিউল ইসলাম বিদ্যুৎ জানান, আগামী ২ এপ্রিল বইমেলা শেষ হবে। সমাপনী দিনে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক ও প্রবীণ সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও ‘একুশে পদক’ প্রাপ্তি উপলক্ষে আব্রাহাম লিঙ্কনকে এবং সাংবাদিকতায় ‘প্লান ইন্টারন্যাশনাল পদক’ প্রাপ্তিতে সাংবাদিক সফি খানকে ক্রেস্ট প্রদান করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –