• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রাজিবপুরে প্রীতি ভলিবল ম্যাচে: বিজিবি’র কাছে বিএসএফ পরাজিত 

কুড়িগ্রাম বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী বর্ডারহাটে অনুষ্ঠিত প্রীতি ভলিবল ম্যাচে বিজয়ী হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের জওয়ানরা। রোববার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরাসরি ২-০ সেটে ভারতীয় বিএসএফ জওয়ানদের হারিয়ে দেয় তারা। খেলায় ভারতের পক্ষে ২৬ বিএসএফ ব্যাটালিয়নের এবং বাংলাদেশের পক্ষে ৩৫ বিজিবি জওয়ানরা অংশ নেয়। 
দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখতে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতায় বর্ডারহাটে দু’দেশের প্রায় হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন। পরে ৩৫ বিজিবি ব্যাটালিয়ন’র ভারপ্রাপ্ত  অধিনায়ক মেজর জাহেদুল হাসান ও ভারতের ২৬  বিএসএফ ব্যাটালিয়ন’র কমান্ডার মেজর বিসাল রানে বিজয়ী বিজিবি’র জওয়ানদের হাতে পুরস্কার তুলে দেন। 
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৩৫ ব্যাটালিয়নের টুআইসি মেজর খন্দকার আবু সহল আব্দুল্লাহ, বাঘারচর বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোর্শেদ। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন টুআইসি ডাবকা সিংহ ও কালাইচর বিএসএফ ইন্সেপেক্টর ক্যাপ্টেন বিনত কুমার। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –