• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বোরো ধান কাটাতে হার্ভেস্টারে শস্য কর্তন মাঠ দিবস পালিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২২  

কুড়িগ্রামে চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। সদ্য উঠতি বোরো ধান কাটাতে হার্ভেস্টারের মাধ্যমে শস্য কর্তন মাঠ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন প্রমুখ।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারী উদ্যোগে কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলায় সমালয় ভিত্তিক ১০০ একর জমিতে ১৭১ জন কৃষককে বোরো চাষাবাদে প্রণোদনা দেয়া হয়। এতে স্বল্প মূল্যে মেশিনের মাধ্যমে চারা রোপন ও মেশিনের মাধ্যমে শস্য কর্তন কর্মসূচি গ্রহণ করে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধকরণে এই কর্মসূচি নেয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –