• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বীরপ্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগারের উদ্বোধন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২২  

কুড়িগ্রামে বীরপ্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় গণগ্রন্থাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

এসময় বীরপ্রতীক আব্দুল হাই সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য।

পরে গণগ্রন্থাগার উদ্বোধনের সময় স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ ছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক সফিখান, এসএম ছানালাল বকসী, এডভোকেট আহসান হাবীব নীলু, শ্যামল ভৌমিক, ফজলে ইলাহী স্বপন, বাদশা সৈকত প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস গণগ্রন্থাগারের জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই উপহার দেন।
 
আমন্ত্রিত অতিথিরা জানান, স্বাধীনতা যুদ্ধে প্রাণবাজী রেখে কুড়িগ্রাম শহরে ওভার ট্যাংকে প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতীক আজীবন দেশবাশীর মনে চির জাগরুক হয়ে থাকবেন। 

এছাড়াও তার নিজের হাতে প্রতিষ্ঠা করা এই গণগ্রন্থাগারটি আগামি প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে জানাতে ইতিবাচক অবদান রাখবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –