• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২  

কুড়িগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত          
সংঘাতকালিন সময়ে যৌন সহিংসতা; ক্ষতিপূরণ ও প্রতিকার বিষয়ক বীরঙ্গনা/নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে দিনব্যাপী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেসরকারি সংগঠন নারীপক্ষ কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় এএফএডি কনফারেন্স কক্ষে আলোচনাসভার আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন নারীপক্ষের নির্বাহী সদস্য শিরীন হক, সদস্য সাফিয়া আজিম, নুরে মাকসুরাত সেজুঁতি, যারীন ফারিহা, নাজনীন সুলতানা রত্না, প্রকল্প কর্মকর্তা নীরা ইসলাম বহ্নি, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন রুপা প্রমুখ।

অনুষ্ঠানে ৩জন নিবন্ধীত নারী মুক্তিযোদ্ধা ও ৭জন অনিবন্ধীত নারী মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বীরঙ্গনা/নারী মুক্তিযোদ্ধাদের রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান এবং সংঘাতকালিন সময়ে ক্ষতিপূরণের দাবীতে তারা কার্যক্রম পরিচালনা করছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –