• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে পুজা-অর্চনায় দোল উৎসবের সমাপ্তী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসব মূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার নাওয়াঙ্গা জমিদারবাড়ী প্রাঙ্গনে হাজার হাজার দর্শনার্থীর উৎসব মুখর উপস্থিতির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দোল উৎসবের সমাপ্তী ঘটে।

প্রায় ৩শ’ বছরের পুরনো এই দোল উৎসবটি ধুমধামের সাথে পালিত হয়ে আসছে। কথিত আছে এই দোলযাত্রায় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটে। দোল উৎসবে শ্রীকৃষ্ণ ভগবান তার সখা সখিদের নিয়ে দোলায় চড়ে আনন্দ করেন। প্রতিবছরের ন্যায় এবারো এ দোল মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ থেকে ৪০টি দোল সওয়ারীরা বাহারি সাজে সজ্জিত হয়ে দোল মূর্তি সিংহাসনে নিয়ে ঘাড়ে করে দোলের মেলায় অংশ নেয়।

পূঁজারী বীরেন্দ্র নাথ বর্ম্মন ও সৌরেন্দ্র নাথ গোস্বামী জানান, উপজেলার বেশির ভাগ হিন্দু সম্প্রদায়ের লোকজন দোল উৎসব হিসাবে মঙ্গলবার দিনব্যাপী উপবাস থেকে ভক্তরান শ্রীকৃষ্ণের চরণে ধাবিত হয়। 

নাওডাঙ্গা জমিদারবাড়ীর মেলা কমিটির সভাপতি সুশীল কুমার রায় ও সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায় জানান, দোল উৎসব আমাদের ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছরেই দোল উৎসবে নাওডাঙ্গা জমিদার বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমদা রঞ্জন বক্সীর বাড়ীর উঠানে দোল মেলা অনুষ্টিত হয়। মেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনসহ ফুলবাড়ী থানার পুলিশ মেলা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সব ধরণের সহযোগিতা করেছে। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে দোল উৎসবটি পালন করছে। 

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, শান্তি শৃংখলা বজায় রাখতে জেলার ফুলবাড়ীতে তিনটি দোল মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে দোল উৎসবের সমাপ্তী ঘটেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –